সরকারি নার্সের চাকরি পেয়েছেন স্ত্রী, ‘শাস্তি’ দিতে তাঁর হাত কাটল স্বামী! কেতুগ্রামে নৃশংস কাণ্ড

 তরুণীর ডান হাত কব্জি থেকে কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে! বর্ধমানের (Burdwan) এই ঘটনায় স্ত্রীর ‘অপরাধ’ হল, নার্সের চাকরি পেয়েছেন তিনি। ফলে চাকরি পাওয়ার পরে যদি স্বামীকে ছেড়ে চলে যান! তাই আগাম ‘শাস্তি’ দিতে হাত কাটল স্বামী!

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে পূর্ব বর্ধমানেরকেতুগ্রামের কোজলসার এই ঘটনায় বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত সরিফুল শেখ এবং তার পরিবারের সকলে। কেতুগ্রাম থানার অন্তর্গত চিনিসপুরের রেণু খাতুনের সঙ্গে কেতুগ্রামের মুদি দোকানদার সরিফুল শেখের বিয়ে হয়েছিল ২০১৭ সালে। তার পর থেকে বেসরকারি নার্সিং হোমে নার্সের কাজই করতেন রেণু। সম্প্রতি আরজি কর থেকে ট্রেনিং নিয়ে সরকারি নার্সিংয়ের কাজ পান। এর পরেই ঘটে নৃশংস কাণ্ড।

রেণুর পরিবার কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিবার সূত্রের খবর, রেণু ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিলেন। চাইতেন নার্স হবেন। সেই নিয়েই পড়েছিলেন। দিন কয়েক আগে তিনি সরকারি নার্সের চাকরিও পান। পরিবারের দাবি, এর পরেই রেণুর স্বামী সরিফুলের কয়েক জন বন্ধু তার মাথায় কুবুদ্ধি ঢোকায়, স্ত্রী চাকরি পেলে আর ঘরে থাকবে না।

 শুধু তাই নয়। রেণুর পরিবার আরও জানিয়েছেন, পাত্রপক্ষের দাবি অনুযায়ী টাকা, গয়না, আসবাব পত্র দেওয়া হলেও বিয়ের পর থেকেই বাবার কাছ থেকে আরও টাকা আনার জন্য চাপ দেওয়া হত রেণুকে। টাকা আনতে না পারার জন্য তার উপরে শারীরিক ও মানসিক অত্যাচারও করা হত। সম্প্রতি রেনু খাতুনের নার্সিং চাকরি পাওয়ার ঘটনায় অত্যাচার চরমে উঠে।

অভিযোগ, এর পরই বন্ধুদের সঙ্গে সরিফুল পরিকল্পনা করেন রেণুর হাত কেটে নেওয়ার, যাতে তিনি আর চাকরি করতে না পারেন। শনিবার রাতে রেণু যখন ঘুমোচ্ছিলেন, তখন দু’জন বন্ধুকে সঙ্গে নিয়ে রেণুর মুখে বালিশ চাপা দিয়ে তাঁর ডান হাত কব্জি থেকে কেটে ফেলে সরিফুল। ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের উপরে বারবার আঘাত করায় ডান হাত কেটে আলাদা হয়ে যায়। শুধু তাই নয়, ওই হাত যাতে জোড়া না যায়, তাই কব্জির নীচ থেকে কাটা অংশটি লুকিয়েও রাখে সরিফুল।

রেণুর আর্তনাদে প্রতিবেশীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে। তার পরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সরিফুল ও তার পরিবারের সকলে পালিয়ে গিয়েছে।।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে 

news