কখনও গোমাংস খাইনি: বিজেপি প্রার্থী কঙ্গনা

রোববার মহারাষ্ট্র বিধানসভার বিরোধী নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার অভিযোগ করেন, কঙ্গনা অতীতে বলেছিলেন যে, তিনি গোমাংস খান। তার পরেও তাঁকে লোকসভা ভোটে প্রার্থী করেছে বিজেপি।

আনন্দবাজার জানায়, সোমবার হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, ‘‘আমি গোমাংস বা কোনও রেড মিট খাই না। আমার বিষয়ে কিছু ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে, যা লজ্জাজনক। আমার মানুষজন আমাকে চেনেন এবং তাঁরা জানেন, আমি এক জন গর্বিত হিন্দু। এ সব রটনা ওঁদের ভুল পথে চালনা করতে পারবে না।’’

কঙ্গনা রানাউতের বিজয় ওয়াদেত্তিওয়ারকে আক্রমণ করেছেন বিজেপি নেত্রী শাইনা এনসি। তাঁকে ‘মহিলা-বিরোধী’ বলেও জানিয়েছেন তিনি। শাইনার কথায়, ‘‘এই প্রথম কংগ্রেস এ ধরনের হাস্যকর মন্তব্য করেনি। সুপ্রিয়া শ্রীনাথ বলেছিলেন ‘মাণ্ডিতে কত দর’। রণদীপ সুরজেওয়ালা হেমা মালিনীর কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি সোনিয়া গান্ধীর বয়সি, তার পরেও। কংগ্রেস আসলে মহিলা বিরোধী একটা দল।’’ 

এর আগে কংগ্রেস নেত্রী সুপ্রিয়ার মন্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন কঙ্গনা। জানিয়েছিলেন, ছবিতে যেমন তিনি যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন, তেমনই জয়ললিতার মতো নেত্রীর চরিত্রেও অভিনয় করেছেন ‘থালাইভি’ ছবিতে।

news