রাহুল গান্ধীর হেলিকপ্টারে নির্বাচন কমিশনের তল্লাশি
রোববার ভারতের বিরোধী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর অধিদফতরের তল্লাশি চালায়।
আনন্দবাজার জানায়, ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাহুল গান্ধীর হেলিকপ্টারে ‘তল্লাশি’ চালাল নির্বাচন কমিশনের ‘ফ্লাইং স্কোয়াড’।
শুধু রাহুল গান্ধী নন, সোমবার ফ্লাইং স্কোয়াডের নজরে অভিষেকের হেলিকপ্টারেও। ভোটপ্রচারে পশ্চিমবঙ্গের হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে অভিষেকের কপ্টার পরিদর্শনে গেলেন ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবার নিজের কেন্দ্র কেরালার ওয়েনাড়ে যাওয়ার পথে রাহুলের হেলিকপ্টারে তল্লাশি চালায় নির্বাচন কর্মীরা।
এর আগে রোববার ভোটের প্রচারের জন্য ভাড়া নেওয়া অভিষেকের চপারে আচমকা হানা দেন আয়কর দফতরের কর্মকর্তারা।