তোষণের রাজনীতি করছেন রাহুল! কংগ্রেসের ইস্তেহার নিয়ে আক্রমণ মোদীর 

 সম্পত্তি প্রদান করার যে প্রতিশ্রুতি কংগ্রেস দিয়েছে তা নিয়ে আরও একবার আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার আর আলাদা করে মুসলিমদের কথা উল্লেখ করেননি। উত্তরপ্রদেশের আলিগড়ে এক জনসভায় গিয়ে এমনই মন্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কার্যত সাধারণ মানুষকে তিনি সতর্ক করেন কংগ্রেস এবং বিরোধীদের উদ্দেশ্যে সম্পর্কে। প্রধানমন্ত্রীর  দাবি, আসলে কংগ্রেস সাধারণ মানুষের সম্পত্তি কুক্ষিগত করে নিতে চাইছে। এর আগে রাজস্থানেও এই ইস্যুতে সরব হয়েছিলেন। লোকসভা নির্বাচন ২০২৪ কেন্দ্র | প্রার্থী | ভোটের দিনক্ষণ সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের 'শেহেজাদা' বলেছে তাঁরা ক্ষমতায় এলে খতিয়ে দেখবে কারা কত রোজগার করে? এবং কাদের কত সম্পত্তি আছে। শুধু তাই নয়, কংগ্রেসে বলেছে সব সম্পতি সরকার নিয়ে নেবে এবং সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেবে। ওদের নির্বাচনের ইস্তেহারে এই কথা বলা আছে বলেও তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি


 

news