হনুমান চালিশা শোনাও অপরাধ ছিল কংগ্রেস জমানায়, হনুমান জয়ন্তীতে বিস্ফোরক অভিযোগ মোদীর 

রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে ফের কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হনুমান জয়ন্তীর দিনে তিনি সরাসরি কংগ্রেসকে নিশানা করে বলেছেন, কংগ্রেস জমানায় রাজস্থানে হনুমান চালিশা শোনাও নিষিদ্ধ ছিল। এমনই পরিস্থিতি তৈরি করে রেখেছিল কংগ্রেস। শুধু হনুমান চালিশা শোনাতেই নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এটা একটা অপরাধ বলে মনে করা হতো। এমনি রামনবমী উদযাপনেও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। কংগ্রেস আপনাদের সর্বস্ব লুঠ করে বিদেশে বিলিয়ে দেবে বলে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে আক্রমণ তীব্র করেছেন প্রধানমন্ত্রী মোদী। লোকসভা নির্বাচন ২০২৪ কেন্দ্র | প্রার্থী | ভোটের দিনক্ষণ রাজস্থানে এর আগেও প্রচার মঞ্চ থেকে কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদী। গতকাল রাজস্থানে প্রচারে গিয়ে তিনি কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন কংগ্রেস ক্ষমতায় ফিরলে সকলের সম্পদ ছিনিয়ে নেবে ওরা। কার ণ কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারেই লেখা হয়েছে তারা ক্ষমতায় এলে সকলের সম্পদ সমীক্ষা করে দেখবে। মা-বোনেদের গয়না এমনকি মঙ্গলসূত্রও বাদ দেবেন না তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন রাজস্থানে রামনবমী উদযাপন নিষিদ্ধ করে দিয়েছিল কংগ্রেস সরকার। এই প্রথম রামনবমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছে রাজস্থানে। রাজস্থানে যেখানে মানুষ রামনাম করেন সেখানে রামনবমী উদযাপনের অনুমতি দিত না কংগ্রেস সরকার।।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news