ভারতে উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী হচ্ছেন মার্গারেট আলভা

ভারতের উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী হিসেবে কংগ্রেস নেত্রী মার্গারেট আলভার নাম ঘোষণা করা হয়েছে।আজ (রোববার) তার নাম ঘোষণা করেন ‘এনসিপি’প্রধান শরদ পাওয়ার।

এরআগে আজ দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে বিরোধী দলগুলোর বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে, সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি, শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও অন্যরা। 

অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’জোটের পক্ষে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে।  

আজ রাজধানী দিল্লিতে ‘এনসিপি’নেতা শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসেন বিজেপি বিরোধী ১৭টি রাজনৈতিক দলের নেতারা। এতে এসপি, ডিএমকে, জেএমএম শিবসেনা, সিপিএম, সিপিআই, ফব, এনসিপিসহ ১৭টি রাজনৈতিক দল মার্গারেট আলভার নাম চূড়ান্ত করে। বৈঠক শেষে উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম ঘোষণা করেন শরদ পাওয়ার। 

এ দিকে, পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদে জগদীপ ধনখড় দায়িত্বভার গ্রহণের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি’র মতে, ‘ক্রমাগত বাংলাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্ত্যক্ত করার পুরস্কার পেলেন ধনখড়।’   

উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী ৬ আগস্ট। এই নির্বাচনে শুধুই এমপিরা ভোট দেন। সুতরাং, ধনখড়ের জয় কার্যত নিশ্চিত। উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান। বাংলায় জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের সংঘাতের অবসান হতে চললেও রাজ্যসভায় তৃণমূলকে চেয়ারম্যান জগদীপ ধনখড়ের মুখোমুখি হতে হবে।  

উপরাষ্ট্রপতি হিসেবে বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। সংবিধান অনুযায়ী তার আগেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন। ৫ জুলাই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১৯ জুলাই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন যাচাইয়ের প্রক্রিয়া হবে ২০ জুলাই। ২২ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হবে আগামী ৬ আগস্ট।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news