সোনিয়া গান্ধীকে ইডি’র মতো সরকারি এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে : কংগ্রেস

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্ট্রেট বা ‘ইডি’র মতো সরকারি এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

আজ কংগ্রেস নেত্রী ও দলীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়ে বিজেপি গণতন্ত্রের সমস্ত মর্যাদা লঙ্ঘন করতে উদ্যত হয়েছে। বিজেপি সস্তা কৌশলে সোনিয়া গান্ধীজি ও তার পরিবারকে ভয় দেখাতে পারবে না।’   

আজ (বৃহস্পতিবার) ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক অনিয়মের অভিযোগে   জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধীকে তলব করেছিল ‘ইডি’। আজ তার জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। আগামী ২৫ জুলাই পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইডি। 

ওই ইস্যুতে কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ বিজেপি সরকার তার দাঁত নখ বের করে কংগ্রেসের উপর সরকারি ক্ষমতার অপপ্রয়োগ করছে।  শ্রীমতী সোনিয়া গান্ধী কে ‘ইডি’র মতো সরকারি এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। এর প্রতিবাদে কংগ্রেস সংসদীয় দলের একনাগাড়ে প্রতিবাদ আন্দোলন চলছে। 

কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিজেপির স্বৈরাচারের মাত্রা যত বাড়বে, ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্দোলনের তীব্রতাও তত বাড়বে।’

আজ কোলকাতার পার্ক সার্কাসে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে কংগ্রেস। কংগ্রেস নেতা অসিত মিত্র, শুভঙ্কর সরকার, প্রীতম ঘোষ, রানা রায় চৌধুরী, সুমন পাল, আশুতোষ চ্যাটার্জীরা এই বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন।   

এদিকে, দিল্লী পুলিশ আজ বেশ কয়েকজন কংগ্রেস এমপি এবং সিনিয়র নেতাকে আটক করেছে যারা ইডি’র পক্ষ থেকে সোনিয়া গান্ধীকে তলব করার বিরুদ্ধে কংগ্রেস সদর  দফতরের বাইরে প্রতিবাদ ও বিক্ষোভ করছিলেন। এ সময়ে তাদেরকে বেশ কয়েকটি বাসে করে দিল্লির বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। আজ যুব কংগ্রেস কর্মীরা দিল্লীর শিবাজি ব্রিজ রেল স্টেশনে বেশ কয়েকটি ট্রেন থামিয়ে অবরোধ করেন। এ সময়ে যুব কংগ্রেসের কর্মীরা রেল লাইনে বসে স্লোগান দিতে থাকেন। 

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইডি’র পদক্ষেপ গ্রহণের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, কেরালা, রাজস্থানসহ অনেক রাজ্যে কংগ্রেস নেতা-কর্মীরা এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন।খবর  পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news