গুজরাট বিধানসভা নির্বাচনে ৮৯টি আসনে প্রার্থীদের মধ্যে ২১ শতাংশের অপরাধমূলক রেকর্ড
 
ভারতের বিজেপিশাসিত গুজরাট বিধানসভা নির্বাচনে ৮৯টি বিধানসভা আসনে প্রার্থীদের মধ্যে ২১ শতাংশেরই অপরাধমূলক রেকর্ড রয়েছে।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ৭৮৮ প্রার্থীর দেওয়া হলফনামা থেকে ওই তথ্য উঠে এসেছে। এবার মোট ১৬৭ জন প্রার্থী হলফনামায় তাদের অপরাধ প্রেক্ষাপটের তথ্য দিয়েছেন। এই প্রার্থীদের বেশিরভাগই আম আদমি পার্টির। এর মধ্যে প্রায় ১৩ শতাংশ প্রার্থী গুরুতর অপরাধে জড়িত ছিলেন। 

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) প্রতিবেদনে বলা হয়েছে, গত নির্বাচনে এই শ্রেণিতে মোট ৮  শতাংশ প্রার্থী গুরুতর অপরাধের তালিকায় ছিলেন। তাদের বিরুদ্ধে পাঁচ বছরের বেশি শাস্তিযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ,  হত্যার চেষ্টা, নির্বাচন-সংক্রান্ত অপরাধ, সরকারি কোষাগারের ক্ষতিসাধনসহ অন্যান্য অপরাধে মামলা রয়েছে।  

দিল্লি ও পাঞ্জাবের পর এবার আম আদমি পার্টি (আপ) গুজরাটেও জয়ের চেষ্টায় মাঠে নেমেছে। নথি অনুসারে, ‘আপ’  অপরাধমূলক প্রার্থীদের তালিকায় অন্যদের চেয়ে এগিয়ে রয়েছে। ‘আপ’-এর ৮৮ জনের মধ্যে ৩২ জন (৩৬ শতাংশ), কংগ্রেসের ৮৯-এর মধ্যে ৩১ জন (৩৫ শতাংশ), বিজেপির ৮৯ জনের মধ্যে ১৪ জন (১৬ শতাংশ) এবং ভারতীয় উপজাতি পার্টির ১৪ জনের মধ্যে চার জন (২৯ শতাংশ) প্রার্থীর অপরাধমূলক রেকর্ড রয়েছে৷ এর মধ্যে ‘আপ’-এর ২৬ জন প্রার্থীর বিরুদ্ধে, কংগ্রেসের ১৮ জন, বিজেপির ১১ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক রেকর্ড রয়েছে। 

হলফনামা অধ্যয়ন থেকে আরও প্রকাশ এবার বেশিরভাগ প্রার্থীই কেবল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এর মধ্যে ৪৯২ জন প্রার্থী রয়েছে। ১৮৫ জনের যোগ্যতা স্নাতক এবং তার উপরে,  ২১ জন প্রার্থী ডিপ্লোমাধারী,এবং ৫৮ জন সাক্ষর। এবার নারী প্রার্থীদের প্রতিনিধিত্ব বেড়েছে।

১৮২ আসন সমন্বিত গুজরাট বিধানসভা নির্বাচন হবে আগামী ১ ও ৫ ডিসেম্বর। ১ ডিসেম্বর ১৯টি জেলার ৮৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি কেন্দ্রের ভোট হবে ৫ ডিসেম্বর। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news