গুজরাতে নির্বাচনের দায়িত্বে থাকা জওয়ানের গুলিতে প্রাণ গেল দুই সহকর্মীর, জখম আরও দুই

আগামী ১ ডিসেম্বর গুজরাত বিধানসভার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার ঠিক আগেই নির্বাচনের দায়িত্বে থাকা প্যারামিলিটারি ফোর্স জওয়ানদের (Paramilitary Jawan) নিজেদের মধ্যে অশান্তিতে প্রাণ গেল ২ জওয়ানের। এক জওয়ানের চালানো গুলিতে প্রাণ গেল তাঁরই দুই সহকর্মীর। আহত আরও দুজন।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গুজরাটের পোরবন্দরে। সূত্রের খবর, ওই জওয়ানরা মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) সদস্য ছিলেন। নির্বাচন উপলক্ষে (Gujarat Election 2022)গুজরাতের পোরবন্দরে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) এর পাশাপাশি নিরাপত্তা রক্ষায় দায়িত্বে ছিলেন ওই প্যারামিলিটারি জওয়ানরা।

সূত্রের খবর, এদিন রাতে কয়েকজন জওয়ান নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করেন। তার মাঝখানেই কনস্টেবল এস ইনাউচাসিং নিজের একে ৪৭ (AK-47) থেকে গুলি চালিয়ে দেন সহকর্মীদের লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জওয়ান থৈবা সিং এবং জিতেন্দ্র সিং এর।চোরাজিৎ এবং রোহিকানা নামে আরও দুই কনস্টেবল গুলিতে জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের পেটে এবং অন্যজনের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে আহত দুজনকে পোরবন্দর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁদের জামনগরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সূত্র মারফত জানা গেছে, বিবাদমান জওয়ানরা প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা। পোরবন্দর থেকে ২৫ কিলোমিটার দূরে টুকদা গোসা গ্রামে একটি সাইক্লোন সেন্টারে তাঁরা থাকছিলেন। কী নিয়ে তাঁদের মধ্যে অশান্তির সূত্রপাত, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত আগামী ১ ডিসেম্বর গুজরাটে প্রথম দফার নির্বাচন রয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পাঁচ ডিসেম্বর। ৮ ডিসেম্বর নির্বাচনের ফলপ্রকাশ করা হবে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news