মেসি বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকায়! কিনবেন? যেতে হবে দুর্গাপুর


 বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা বাংলা। সশরীরে না হলেও ভার্চুয়ালি কাতারে পৌঁছে গেছে সিংহভাগ বাঙালি। শয়নে স্বপনে জাগরণে মেসি-রোনাল্ডো-নেইমার। এমনকী মিষ্টিও মেসিময় (Messi Sweets)।
দুর্গাপুরের মামড়া বাজারের (Durgapur Bazar) একটি মিষ্টির দোকান মিষ্টিতে ফুটিয়েছেন মানুষের অবয়ব। পায়ে বল আর গায়ে নীল-সাদা। মিষ্টি মেসিকে নিয়ে রীতিমতো উন্মাদনা। দোকানের মালিক দেবাশিস ঘোষ জানান, দেড় কেজি খোয়া ক্ষীর দিয়ে তৈরি করা হয়েছে এই মিষ্টি মেসি। সঙ্গে চিনি আর ফুড কালার। দেবাশিসবাবু বলেন, ‘সমর্থকরা মূলত দু’দলের। ব্রাজিল আর আর্জেন্টিনা। তাই মিষ্টি তৈরির সময় আমরা এই দুই দলের খেলোয়ার বা জার্সির রংকেই গুরুত্ব দিচ্ছি। মিষ্টিতে মেসিকে ফুটিয়ে তোলাও সেই কারণেই।’
বিয়ের মণ্ডপে বসে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ মজে বর! ভাইরাল ছবিতে দ্বিধাবিভক্ত ইন্টারনেট
তিনি জানান, মিষ্টি দিয়ে তৈরি মেসির দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা। বিক্রি বুঝে আবার তৈরি হবে এই মিষ্টি। ভবিষ্যতে হলুদ-সবুজ বা নীল-সাদা রঙের রসগোল্লা তৈরির ভাবনাও আছে তাঁদের। 
এতদিন বিয়ের তত্ত্বের কথা ভেবে মিষ্টি দিয়ে রাধাকৃষ্ণ, বা খাবারের থালা সাজাতেন তাঁরা। হইহই করে বিক্রিও হত। এবার বিশ্বকাপের বাজারে নতুন ভাবনা। কিনুন বা না কিনুন মেসি মিষ্টি দেখতে ভিড় করছেন অনেকেই। আর্জেন্টিনার সমর্থকরা মেসি মিষ্টি কিনেও নিয়ে যাচ্ছেন।


/

খবর  দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news