রাতভর নাটকে বর্ষবরণ, থার্টি ফার্স্টে চমক কলকাতায়

 রাত পেরোলেই বড়দিন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আর ঠিক একসপ্তাহ পরেই থার্টি ফার্স্ট নাইট। ইংরেজি বছরের শেষ দিন। কলকাতার ‘ইচ্ছেমতো’ নাট্যদল সারারাতজুড়ে নাটক-গানের মধ্য দিয়ে ওইদিন বর্ষ (Academy of Fine Arts) বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর বন্দোবস্ত করেছে। গোটা অনুষ্ঠান হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের নাম ‘ইচ্ছেমতো পার্বণ’।
৩১ ডিসেম্বর রাত ১০.৩০ থেকে ১ জানুয়ারি সকাল ৬ টা পর্যন্ত চলবে এই বর্ষবরণ অনুষ্ঠান (Academy of Fine Arts) । নাটক-গানের মধ্যেই ঠিক রাত ১২ টার সময় নতুন ইংরেজি বছরকে স্বাগত জানাবেন ইচ্ছেমতোর কর্ণধার সৌরভ পালোধীরা। সকল কলাকুশলীর পাশাপাশি দর্শকরাও বাইরে বেরিয়ে আসবেন তখন। এরপর আবার সকলে প্রেক্ষাগৃহে প্রবেশ করে অনুষ্ঠানে যেতে উঠবেন বলে জানা গিয়েছে।

এককালে বিভাস চক্রবর্তীর অন্য থিয়েটার নাটকের মধ্য দিয়ে এই বর্ষবরণ উৎসব করতে। যদিও বেশ কয়েকবছর হল অন্য থিয়েটারের এই অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। ফলে সৌরভ পালোধী-তূর্ণা দাস’দের ইচ্ছেমতোর হাত ধরে বাংলা নাট্য জগতের আবার ফিরে এলো সেই পুরনো রেওয়াজ।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
 

news