যাদবপুরে বিক্ষোভের মুখে রাজ্যপাল, ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে উত্তাল ক্যাম্পাস


 শনিবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ক্যাম্পাসে যান রাজ্যপাল (Governernor) সিভি আনন্দ বোস। তিনি পৌঁছতেই তাঁর সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়াদের একাংশ। তাঁদের দাবি, অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তাল ক্যাম্পাস চত্বর।
গত কয়েকদিন আগেই একই দাবিতে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা মেডিক্যাল কলেজ। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এমনকী স্বাস্থ্যভবনের কাছে এই দাবি জানান তাঁরা। কিন্তু কোনও ফল না হওয়ায় অনশনে বসেন পড়ুয়ারা। টানা ১২ দিন পর অনশন তুলে নিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিজেরাই নির্বাচন করান পড়ুয়ারা।
বিক্ষোভের সেই একই ছবি শনিবার দেখা গেল যাদবপুরে। মুখে স্লোগান, হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্যপালের সামনেই বিক্ষোভ দেখায় এসএফআই। তাদের দাবি, ছাত্র সংসদ গঠিত হোক নির্বাচনের মাধ্যমে। গত কয়েকদিন ধরেই এই দাবি নিয়ে উত্তেজনার পারদ চড়ছিলই। আজ তারই বিস্ফোরণ ঘটল বলে মত অনেকের।

জানা গেছে, যখন পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন রাজ্যপাল তাঁদের আশ্বাস দেন কথা বলবেন বলে। পরে দেখা যায় ৫-১০ মিনিট বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস।  
উল্লেখ্য, যাদবপুরে এমন ঘটনা নতুন নয়। এর আগেও ছাত্রদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলার পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনকড়কে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। শেষে জগদীপ ধনকড় এসে উদ্ধার করে নিয়ে যান বাবুলকে। সেই সময় ধনকড়কেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। ওয়াকিবহালের মতে, রাজ্যপাল যেই হোন না কেন যাদবপুরের থেকে রেহাই নেই।


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
 

news