দিল্লিতে বিরাট গন্ডগোল, মেয়র নির্বাচন স্থগিত হয়ে গেল শুক্রবার
আম আদমি পার্টি ও বিজেপির সংঘাতের জেরে ভেস্তে গেল দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচন (Delhi Mayor Polls For Now)। স্লোগান-পাল্টা স্লোগানে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত ছিল কর্পোরেশন ভবন। সেই জেরে মেয়র নির্বাচন আপাতত স্থগিত হয়ে গেল।
শুক্রবার মেয়র নির্বাচনের দিন ঠিক করা হয়। তবে এই নির্বাচন ঘিরে প্রথম থেকেই উত্তেজনার পারদ চড়ছিল। সেই আঁচ গিয়ে পড়ল এদিন কর্পোরেশন ভবনে। শুক্রবার গোপন ব্যালটে এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই আপ-বিজেপির সংঘর্ষ বাঁধে। কেউ কারওর কথা শুনতে নারাজ। এদিকে উঠছিল মোদীর বিরুদ্ধে স্লোগান, অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে গলা চড়াচ্ছিল বিজেপি।
মেয়র নির্বাচনের জন্য বিজেপি কাউন্সিলর সত্য শর্মাকে স্পিকার নিয়োগ করা হয়েছে। দিল্লির লেফটেনেন্ট গভর্নর ভিকে সাক্সেনা যখন তাঁকে শপথবাক্য পাঠ করাতে শুরু করেন তখনই গন্ডগোল বাঁধে।
দিল্লিতে ২৫০টি ওয়ার্ডের ১৩৪টিতে জিতেছিল আপ। বিজেপি জিতেছিল ১০৪টি আসনে। কিন্তু তারপরও মেয়র এবং ডেপুটি মেয়র নিয়ে জটিলতা শুরু হয়। শুক্রবার নির্বাচনে কোনও দলের কোনও হুইপ এখানে কাজ করবে না। ফলে কে কাকে ভোট দিচ্ছেন বোঝা যাবে না। গণনার পর সংখ্যা জানা যেত। কিন্তু দুই দলের ঝামেলার কারণে আজকের মতো এই নির্বাচন স্থগিত করার কথা ঘোষণা করেন সত্য শর্মা।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে