ঈদে ছুটি বৃদ্ধির দাবি জানালেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন

ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি রাজ্য সরকারের কাছে ঈদের ছুটি বৃদ্ধির দাবি জানিয়েছেন। তিনি আজ (রোববার) বহরমপুরে এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান।

এ প্রসঙ্গে অধীর বাবু আজ বলেন, ‘পবিত্র ঈদ উৎসব এসে গেল। ৩ তারিখে সারা বিশ্বজুড়ে পবিত্র ঈদুলফিতর উদযাপিত হবে, বাংলাতেও হবে। শনিবার ও রবিবার দু’দিন ছুটি তো ছিলই। আজকে রবিবার। আবার পরশু থেকে দু’দিনের ছুটি। ঈদের এই বাতাবরণে, উৎসবের এই বাতাবরণে সাধারণ মানুষ যখন এই ঈদকে উদযাপন করবার জন্য আনন্দ উচ্ছ্বাসে নিজেরা প্রস্তুতি নিচ্ছে, সে সময়ে সেই প্রস্তুতি পর্বে কালকের দিনটা যদি ‘দিদি’ (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ছুটি দিত, আমার মনে হয় ভালো হতো।’

তিনি বলেন, ‘পুজোর সময়ে একটানা ছুটি হয়। সেরকম ঈদের সময়েও এই ছুটিটা দিতে পারতো। শনি, রবি, সোম, মঙ্গল এবং বুধ ছুটি থাকত। কারণ, মঙ্গল ও বুধ এমনিতেই ছুটি আছে। মাঝে একদিন ছুটি দিলে তাদের জিনিসপত্র কেনাকাটার প্রস্তুতির ক্ষেত্রে, মুসলিম সমাজের যারা ঈদ উদযাপনের জন্য একমাস ধরে রোজা পালন করেছেন, তাদের একটা বড় সুযোগ হতো। তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার দাবি, আগামীকালও (সোমবার) ছুটির দিন হিসেবে ঘোষণা করার বিষয়টা যেন পশ্চিমবঙ্গ সরকার বিবেচনা করে।’ 

পশ্চিমবঙ্গে ঈদ উৎসব উপলক্ষে একদিনের ছুটি থাকে। কিন্তু যারা বাসা থেকে দূরের জেলাতে কর্মস্থলে থাকেন,  পড়াশোনার জন্য দূরে থাকেন, তাদের পক্ষে ঈদের খুশি সেভাবে উদযাপন করা সম্ভব হয় না।

আগেও ঈদের ছুটি কমপক্ষে ৩ দিনের করার দাবি উঠেছে। এবারও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদুলফিতরের ছুটি তিনদিন করার দাবি উঠেছে। রাজ্যে ‘ভূমিপুত্র মোর্চা অফ ইন্ডিয়া’ (ভূমি) নামে একটি সংগঠন ওই ইস্যুতে নানাভাবে প্রচারণা চালাচ্ছে। তারা এ ব্যাপারে আজ (রোববার) পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের  বিধায়ক উত্তম বারিককে বাংলায় ঈদে তিনদিন ছুটির দাবি জানিয়ে চিঠি দিয়েছেন। এটি বিধায়কের হাতে তুলে দেন ‘ভূমি’র অন্যতম সদস্য মির্জা হাসিম বেগ৷  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ, সংগঠনটি ওই বিষয়ে গতকাল রাজ্যের মন্ত্রী অরূপ রায়কেও স্মারকলিপি দিয়েছেন। খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে

news