অন্ধকারের সুযোগ নিয়ে ধর্ষণ, কী বললেন প্রধান বিচারপতি, কী বলছে রাজ্য

 রাজ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া ন’টি ধর্ষণের ঘটনার তদন্তে নজরদারি চালাচ্ছে কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের অভিযোগ, ন’টি ঘটনার পাঁচটিতে অভিযুক্তরা অন্ধকারের (Load Shedding) সুযোগ নিয়ে অপকর্ম করে। এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সোমবার রাজ্যের বিদ্যুৎ দফতরকে বলেছেন, কোন কোন গ্রাম, রাস্তায় বিদ্যুৎ নেই এবং কেন নেই, তার তালিকা ও কারণ আদালতকে জানাতে।

আগের শুনানির সূত্র ধরে এদিন বিদ্যুৎ দফতর আদালতে জানায়, মালদহের ইংলিশ বাজার এলাকায় যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও, ঘটনাস্থলটিতে ছিল না (Load Shedding)। ইংলিশ বাজার ছাড়াও মাটিয়া, শান্তিনিকেতন, পিংলা ও নেত্রার ধর্ষণের ঘটনায় অন্ধকারের সুযোগ নিয়েছিল অভিযুক্তরা, অভিযোগ মামলাকারীদের।

প্রধান বিচারপতি এদিন বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাছে জানতে চান, যে কোনও এলাকাকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কীসের ভিত্তিতে বেছে নেওয়া হয়?
বিদ্যুৎ দফতর জবাবে জানায়, স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত, পুরসভা বললে তারা বিদ্যুৎ দিয়ে থাকে। বিনিময়ে নির্দিষ্ট হারে দাম নিয়ে থাকে।

এরপর প্রধান বিচারপতি বিদ্যুৎ না থাকা এলাকার তালিকা জমা করার নির্দেশ দেন।

এই ব্যাপারে কী বলছে রাজ্যের বিদ্যুৎ দফতর? তাদের বক্তব্য, যে মানদণ্ডে কোনও রাজ্যে একশো শতাংশ বৈদ্যুতিকরণ হয়েছে বলে ধরা হয়, পশ্চিমবঙ্গ ২০১৭ সালে সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে। রাজ্যের ৩৭ হাজার ৯৬০টি গ্রামেই এখন বিদ্যুৎ সংযোগ আছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news