দলবিরোধী কার্যকলাপের অভিযোগ, অমরিন্দর সিংয়ের স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস

দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠল ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্ত্রী প্রীনিত কৌরের বিরুদ্ধে। যার জেরে শুক্রবার তাঁকে সাসপেন্ড করল কংগ্রেস। এমনকী, শোকজ নোটিসও ধরানো হয়েছে তাঁকে। তিনদিনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। নাহলে প্রীনিত কৌরকে বহিষ্কারের পথেই হাঁটবে হাত শিবির।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন স্বামী অমরিন্দর সিং (Amarinder Singh)। তবে কংগ্রেসেই থেকে গিয়েছিলেন পাটিয়ালার সাংসদ প্রীনিত কৌর। যদিও দলের খুব একটা সক্রিয় সদস্য নন তিনি। কংগ্রেস নেতৃত্ব ধরেই নিয়েছিল, স্বামীর পথে হেঁটে দল ছাড়বেন তিনিও। তেমনটা এখনও পর্যন্ত না হলেও দলের শাস্তির মুখে পড়তে হল প্রীনিত কৌরকে। শুক্রবার তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি। কেন দলবিরোধী কার্যকলাপের জন্য দল তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে না, তা লিখিত আকারে জানাতে বলা হয়েছে তাঁকে। দলের সিদ্ধান্ত নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি অমরিন্দর পত্নী।

দলবিরোধী কোন কাজের অভিযোগ উঠেছে পাটিয়ালার সাংসদের বিরুদ্ধে? কংগ্রেসের শৃঙ্খলারক্ষা প্যানেলের সদস্য তারিক আনওয়ার জানান, পাঞ্জাব কংগ্রেস প্রধান অমরিন্দন সিং রাজা ওয়ারিংয়ের দাবি, গোপনে বিজেপির মদত করছেন প্রীনিত। আর সেই কারণেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।


উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে পাটিয়ালা থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হন প্রীনিত কৌর। স্বামী ক্যাপ্টেন অমরিন্দর সিং তখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। তবে গত বছর বিধানসভা ভোটের আগে দলীয় বিধায়কদের বিদ্রোহের জেরে মুখ্যমন্ত্রীর পদ খোয়ান তিনি। হাত শিবিরের সঙ্গে সম্পর্কে ইতি টেনে পাঞ্জাব লোক কংগ্রেস নামের নতুন রাজনৈতিক দল তৈরি করেন। সেই দলের টিকিটেই বিধানসভা ভোটে লড়েন। তবে তাঁর প্রয়াস ধোপে টেকেনি। শেষমেশ বিজেপির হাত ধরেন। এবার তাঁর স্ত্রীর বিরুদ্ধেও বিজেপিকে মদতের অভিযোগ উঠল। ফলে কংগ্রেসে প্রীনিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল।
সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২৩/একে

news