ফরাসি শিল্প প্রতিযোগিতায় ৮ ইরানি শিশুর পুরস্কার জয়

 ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভিজ্যুয়াল আর্ট প্রতিযোগিতা “লুই ফ্রাঙ্কোইস” এ পুরস্কার জিতেছে আট ইরানি শিশু।

প্রতিযোগিতায় ইরানি অংশগ্রহণকারীরা ১৯৩টির মতো শিল্পকর্ম জমা দিয়েছে। ইরানের শিশু ও তরুণ প্রাপ্তবয়স্কদের বুদ্ধিবৃত্তিক বিকাশ বিষয়ক সংস্থার জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এবারের শিল্প ইভেন্টটির থিম ছিল ‘‘আমি যে ল্যান্ডস্কেপ ভালোবাসি, সে প্রকৃতিকে অবশ্যই আমাকে সংরক্ষণ করতে হবে’’। আন্তর্জাতিক এই ভিজ্যুয়াল আর্ট প্রতিযোগিতায় ৬৬টি দেশের শিশুরা ৫ হাজার ৯৮টি শিল্পকর্ম পাঠিয়ে অংশ নেয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা 

এনবিএস/ওডে/সি

news