ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা, পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বানি গালা এলাকায় তার বাসভবনের সামনে ও তার আশপাশের এলাকায় পুলিশ ও পিটিআই কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষের জেরে মঙ্গলবার সকাল থেকে চেষ্টা চালালেও এখন পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সরকারের এই অন্যায় ও নিপীড়ণমূলক গ্রেপ্তার অভিযান প্রতিহত করতে ইমরান খান নিজ দলের কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। তবে ইমরান খানের বাসভবন সংলগ্ন জামান পার্ক থেকে পিটিআই সমর্থকদের পুলিশ হটিয়ে দিয়েছে বলে জানা গেছে।

সংঘাতে উসকানি, বিচারককে হুমকি, তোশাখানা দুর্নীতি প্রভৃতি বিভিন্ন ঘটনায় পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে পাকিস্তানের বিভিন্ন থানা ও আদালতে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। গত দু’ সপ্তাহে তোশাখানা দুর্নীতিসহ কয়েকটি মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পাকিস্তানের একাধিক আদালত।

এনবিএস/ওডে/সি

news