সৌদিতে ওমরাহযাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২০

 সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহযাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। গত সোমবার যাত্রীবাহী বাসে এ দুর্ঘটনা ঘটে। অ্যারাব নিউজ, খালিজ টাইমস

জানা গেছে, ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাসটি বাসটি ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে মুহুর্তেই আগুন ধরে যায়। আসির প্রদেশের আকাবা শার এলাকায় এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং প্রায় ২৯ জন গুরুতর আহত হয়েছে।

আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই রেড ক্রিসেন্ট ও দমকল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যায়। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সৌদি সরকারি টিভি চ্যানেল আল আখবারিয়া হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তবে তারা কোন দেশের এবং পরিচয় কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের এ দুর্ঘটনাটি হজ ও ওমরাহযাত্রীদের নিরাপদে পরিবহনে শংঙ্কার সৃষ্টি হয়েছে। রমজান শুরু হলে সৌদি আরবে ওমরাহ পালনকারীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে একটি বাস ও ভারী যানের সংঘর্ষে ৩৫ জন বিদেশি নিহত এবং চারজন আহত হয়।

এনবিএস/ওডে/সি

news