ইসরায়েলি সেনাদের হামলায় ২ ফিলিস্তিনি যুবক নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছেন। 

তুলকারেম শহরের নিকটবর্তী নুর শামস উদ্বাস্তু শিবিরে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে, তারা এই সপ্তাহের শুরুতে ইসরায়েলিদের বিরুদ্ধে গুলি চালানোর জন্য সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে শনিবার এই অভিযান চালায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, দখলদার ইসরায়েলের গুলিতে নিহত দুই শহিদের লাশ থাবেত সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তারা জানিয়েছে, উভয় যুবকের বয়স ২২ বছর। তাদের বুকে, ঘাড়ে ও পেটে গুলি করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, নিহত ব্যক্তিরা গত মঙ্গলবার অ্যাভনেই হেফ্টজে অবৈধ ইহুদী বসতিতে গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল। ওই হামলায় একজন ইহুদী আহত হয়। 

এনবিএস/ওডে/সি

news