মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২৬

স্থানীয় সময় রোববার (১৪ মে) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের এক হাইওয়েতে একটি ট্রাক্টর ট্রেলার এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করায় নিহতদের সবাই মেক্সিকান নাগারিক বলে ধারণা করা হচ্ছে।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং এরপর আগুন ধরে গেলে ওই প্রাণহানির ঘটনা ঘটে। তবে স্থানীয় কর্তৃপক্ষ যখন দুর্ঘটনাস্থলে পৌঁছালে তখন সেখানে ট্রেলার বহনকারী ট্রাকটি ছিল না।

তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ট্রাকের চালক পালিয়ে গেছে কিনা বা দুর্ঘটনায় সেও মারা গেছে কিনা তদন্তকারীরা নিশ্চিত নয়। ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে।

এনবিএস/ওডে/সি

news