কিয়েভে রাশিয়ার বিমান হামলা

 মঙ্গলবার এই হামলাটি করেছে রুশ বাহিনী। হামলার সময় রুশ বিমান  বাহিনী ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এ নিয়ে কিয়েভ মোট আটবার বিমান হামলার শিকার হলো শহরটি বলে জানিয়েছে কিয়েভ কর্তৃপক্ষ।  

কিয়েভের সামরিক প্রধান সেরহি পোপকো টেলিগ্রামে বলেন, এই আকাশ হামলাটি ব্যতিক্রম ছিল। এত অল্প সময়ের মধ্যে এতগুলো মিসাইল হামলার ঘটনা সত্যিই বিরল।   

তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছে কিয়েভ বাহিনী।  এর আগে রাশিয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সাময়িক বন্ধ রেখেছিল।

কিয়েভ কর্তৃপক্ষ জানায়, বিমান হামলাটি কিয়েভের অবলনসকি, শেভচেনভেস্কি, সলোমায়ান্সকি ও দানেতস্ক জেলায় আঘাত হানে। এ বিষয়ে কিয়েভ মেয়র ভিতালি ক্লিতস্কো বলেন, হামলার ফলে সলোমায়ান্সকির বিভিন্ন ভবনে আগুন লেগে যায়। এছাড়াও তিনজন আহতের খবর জানিয়েছেন মেয়র। এছাড়াও বিমান থেকে ড্রোন হামলার ফলে বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্লিতস্কো।

এনবিএস/ওডে/সি

news