জেলেনস্কি বিলম্ব করায় তার সঙ্গে বৈঠক বাতিল করেন লুলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিলম্ব করায় তার সঙ্গে বৈঠক বাতিল করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গত সোমবার লুলা এ কথা বলেছেন। বৈঠক না হওয়ায় মর্মাহত হয়েছেন বলেও লুলা জানিয়েছেন।

জাপানের হিরোশিমায় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক হওয়ার কথা ছিল। লুলা বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্টকে অনাগ্রহী বলে মনে হয়েছে।

হিরোশিমা সম্মেলনে যোগ দিয়ে নতুন কূটনৈতিক সমর্থন ও সামরিক সহায়তার অঙ্গীকার আদায় করে নিয়েছেন জেলেনস্কি। তিনি লুলার সঙ্গে একান্তে বৈঠক করতে চেয়েছিলেন। ইউক্রেনে হামলার ঘটনায় লুলা রাশিয়ার প্রতি নমনীয় বলে অভিযোগ রয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গত রোববার বিকেলে জেলেনস্কির সঙ্গে তার টিমের বৈঠকের কথা ছিল। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট নির্ধারিত সময়ের পরে আসেন। এ কারণে তিনি বৈঠক করতে পারেননি।

এনবিএস/ওডে/সি

news