৮ মামলায় ইমরান খানের জামিন

ইসলামাবাদের দুর্নীতি দমন আদালত মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানকে বিভিন্ন ধরনের আটটি মামলায় ৮ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেছে। এর আগে তার স্ত্রী বুশরা বিবিকে ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলায় জামিন দেওয়া হয়েছে।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বিভিন্ন মামলায় অভিযুক্ত। বুশরা বিবিকে জামিন মঞ্জুর করেছে রাওয়ালপিন্ডির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো ।

১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতির মামলায় গ্রেপ্তার এড়াতে প্রতিরক্ষামূলক জামিনের জন্য তারা দু'জন প্রথমে জবাবদিহি আদালতে হাজির হন। কারণ এই মামলায় তার জামিনের মেয়াদ ২৩ মে শেষ হয়েছে। লাহোর হাইকোর্ট তার প্রতিরক্ষামূলক জামিন মঞ্জুর করেছে।

এনবিএস/ওডে/সি

news