প্রতিরক্ষা শিল্পে তুরস্কের সাফল্যে ঈর্ষান্বিত পশ্চিমা দুনিয়া: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, পাশ্চাত্য আংকারাকে পছন্দ করে না। কারণ আমরা সন্ত্রাসবাদের মূলোৎপাটন করেছি। এ ছাড়া প্রতিরক্ষা শিল্পে তুরস্কের সাফল্যেও তারা বিরক্ত হয়েছে।

পার্লামেন্ট নির্বাচনে এরদোগানের পিপলস এলায়েন্স সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে ২৮ মে।

তুর্কী প্রেসিডেন্ট পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা করে বলেন, এসব মাধ্যম নির্বাচনের শিরোনামের মাধ্যমে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছিল।

তিনি বলেন, এসব শিরোনামের বিরুদ্ধে লড়াই করে আমরা তুরস্কের গণতন্ত্রের অধিকাংশ সাফল্য অর্জন করেছি। জাতীয় সম্প্রচার মাধ্যম টিআরটির সঙ্গে এক সাক্ষাৎকারে এরদোগান একথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা শিল্প শক্তিশালী হচ্ছে। তারা এটি পছন্দ করে না কারণ আমাদের আর ওদের থেকে অস্ত্র কিনতে হচ্ছে না। জাতি ১৪ মে ওদের প্রচারণার জবাব দিয়েছে এবং ২৮ মে দেবে। ৬০০ আসনের পার্লামেন্টে এরদোগানের জোট সংখ্যাগরিষ্ঠত অর্জন করেছে। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি হলেন ৬ দলীয় জোটের প্রার্থী কেমাল কিলিচদারোগলু।

এনবিএস/ওডে/সি

news