ইসরায়েলের ১১.৪ বিলিয়ন ডলারের রেকর্ড অস্ত্র রপ্তানি

গত বছরে ইসরায়েলের অস্ত্র রপ্তানি ২০২১ সালে রপ্তানির রেকর্ড আয় ভাঙতে যাচ্ছে। এক দশকেরও কম সময়ের মধ্যে অস্ত্র খাতে ইসরায়েলের আয় দ্বিগুণ হওয়ার পর তা ১১.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল জামির বিষয়টি জানান।

ইয়াল জামির রাইচম্যান বিশ^বিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, ২০২১ সালে ইসরায়েলি অস্ত্র রপ্তানির ৪১% ইউরোপ, এর পরে এশিয় এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিতে ৩৪% এবং উত্তর আমেরিকায় ১২% বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে, আরব দেশগুলি ইসরায়েলি ‘আব্রাহাম’ ট্যাংক কিনতে চুক্তিতে স্বাক্ষর করেছে - ইসরায়েলের সাথে বিভিন্ন আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পর এসব দেশে দেশটির অস্ত্র রপ্তানির ৭% বৃদ্ধি পেয়েছে। এছাড়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা ৩% অস্ত্র রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

জামির বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় বিশ্বব্যাপী এ খাতে দৃঢ় শক্তিশালী অবস্থান সৃষ্টি করার জন্যে ইসরায়েল প্রচলিত অস্ত্রের উন্নয়ন অব্যাহত রাখবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বছর কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় বিনিয়োগ বাড়াবে এবং একটি নিবেদিত সংস্থা তৈরি করবে যা এ খাত সহ রোবোটিক্স নিয়ে কাজ করবে।

এনবিএস/ওডে/সি

news