তুরস্কের নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

তুরস্কের ক্ষেপণাস্ত্র নির্মাণ কোম্পানি রোকেটসান এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে। গত মঙ্গলবার দেশটি কৃষ্ণসাগরীয় প্রদেশ রিজ থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়।

তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান ইসমাইল দেমির বলেন, আমরা সফলভাবে টাইফুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছি। আমি ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। টাইফুন হলো তুরস্কের সবচাইতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র।

এর আগে ২০২২ সালের অক্টোবরে কোম্পানি চেঙ্ক নামে যে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। তা ৫৬০ কিলোমিটার ( ৩৪৮ মাইল) দূরের লক্ষবস্তুতে আঘাত হেনেছিল।

গত ১২ মে টাইফুন ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়। রোকেটসানের বোরা ও টাইফুনের চেয়ে চেঙ্ক আকারে বড়।

এনবিএস/ওডে/সি

news