প্রথম বন্দে ভারত ট্রেন পেল উত্তর-পূর্ব ভারত, ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী

উত্তর পূর্বাঞ্চল ও অসমের বাসিন্দাদের আজ একটি বিশেষ দিন। কারণ,গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি রুটে প্রথম বন্দে ভারত ট্রেন পেল উত্তর-পূর্ব ভারত। রবিবার দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই সোমবার প্রধানমন্ত্রী দিল্লি থেকে ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন। দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই বন্দে ভারত ট্রেনটি অসমের গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে। এই ট্রেন চলার ফলে যাত্রীদের সুবিধা হবে ও খুব কম সময়েই তাঁরা যাত্রাপথে পৌঁছাতে পারবেন।

 রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, আগামীকাল ২৯ মে দুপুর ১২ টায় অসম থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করা হবে, এতে আমি খুব খুশি। অত্যাধুনিক ট্রেনটি হাইস্পিডের ট্রেন, এই ট্রেনে প্রতিটি যাত্রী খুব আরামের সঙ্গে যাত্রা করতে পারবেন। আর্থ-সামাজিক উন্নয়নও আরও বৃদ্ধি পাবে সেই সঙ্গে পর্যটনদের আসার ইচ্ছাও আরও বাড়বে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


এনবিএস/ওডে/সি

news