টোকিও এয়ারপোর্টে দুই যাত্রীবাহী বিমানে ‘সংঘর্ষ’

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমান বন্দরে ‘প্রায় সংঘর্ষের’ মতো এ ঘটনা ঘটে। পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানের প্রচার মাধ্যম এনএইচকে এ খবর জানিয়েছে। 

যে দুইটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে তার একটি হল ইভা এয়ারের অন্যটি থাই এয়ারওয়েজের। শনিবার সকাল ১১টার দিকে বিমান দুইটির মধ্যে সংযোগের ঘটনা ঘটে টেক্সিওয়ের কাছে।

এনএইচকে জানায়, স্থল, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের (এমএলআইটি) টোকিও কার্যালয় ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। খবরে বলা হয়, এভা এয়ারে ২০৭ জন যাত্রী ও ক্রু ছিলেন আর থাই এয়ারওয়েজে ২৬৪ জন আরোহী ছিলেন। যাত্রীদের কেউ এ ঘটনায় আহত হয়নি বলে জানা গেছে।

বিমান দুইটি যেখানে থেমেছিল স্থানটিতে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এনএইচকের বিমানবন্দরের ভিডিও ফুটেজ ব্যবহার করে তাতে দেখা যায় যে, থাই এয়ারওয়েজের একটি পাখা নেই এবং রানওয়ের কাছে তার আবর্জনার স্তুপ পড়ে রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news