ওমান উপসাগরে প্রথম ত্রিদেশীয় নৌ মহড়া 

দেশ তিনটি হল ভারত, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত। গত সপ্তাহে এ প্রথম ত্রিদেশীয় নৌমহড়া অনুষ্ঠিত হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার একথা জানায়। 

ওমান উপসাগরে ৭-৮ জুন দুই দিনের এ মহড়া অনুষ্ঠিত হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ মহড়াকে সহযোগিতার নতুন ইতিহাস বলে বর্ণনা করেছে।

ভারতীয় বিবৃতিতে আরো বলা হয়, এ মহড়া সামদ্রিক পরিবেশের প্রতি প্রচলিত ও অপ্রচলিত হুমকি মোকাবিলায় দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সহযোগিতাকে শক্তিশালী করবে আর এভাবে গভীর সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হবে।

ভারতের নৌবাহিনীর যুদ্ধজাহাজ তারকাশ ও ফ্রান্সের সুরকাউফ, হেলিকপ্টার ও রাফায়েল জঙ্গী বিমান এবং আমিরাতের নৌ টহল বোটগুলো মহড়ায় অংশ নেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news