রাশিয়াকে ড্রোন সরবরাহের বিরুদ্ধে ইরানকে ফ্রান্সের হুঁশিয়ারি

 ফ্রান্সের প্রেসিডেন্ট ইমামুয়েল ম্যাঁক্রো শনিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসিকে তার দেশের হুঁশিয়ারির কথা জানান। ম্যাঁক্রোর দপ্তর একথা জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফরাসী প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধে সমর্থন দেওয়া অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। এ ছাড়া ইরানের পারমানবিক কর্মসূচির ব্যাপারে তিনি  উদ্বেগ প্রকাশ করেছেন।

ফ্রান্স, জার্মানি যুক্তরাষ্ট্র ও ইউক্রেন বলছে, রাশিয়াকে ইরানের তৈরি ২০১৫ সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লংঘন। ওই প্রস্তাবের আওতায় ইরানের পরমানু কর্মসূচী সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

গত শুক্রবার হোয়াইট হাউস জানায় যে, রাশিয়া ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরো বাড়িয়েছে। তেহরান মস্কোকে ইউক্রেনে একমুখী হামলার জন্য শত শত ড্রোন সরবরাহ করেছে।
  
যুক্তরাষ্ট্র আরো বলেছে যে, মস্কোর পূর্বদিকে একটি নতুন ড্রোন কারখানা তৈরি করতে রাশিয়াকে সহায়তা করছে। প্রাপ্ত গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওয়াশিংটন একথা জানায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news