দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ১ সেনা আহত

ইসরায়েল সিরিয়ায় সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এতে একজন সৈন্য মারাত্মক আহত হয়েছে। এবং কিছু ‘বস্তগত ক্ষয়ক্ষতিও’ হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ জানায়, স্থানীয় সময় বুধবার (১৪ জুন) রাত ১টা ৫ মিনিটে এ হামলা হয়। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় কয়েকটি ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এসএএনএর খবরে বলা হয়, ‘ইসরায়েলি শত্রুরা গোলান মালভ’মি থেকে দামেস্কের দক্ষিণপশ্চিমের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে।’ সিরিয়ার সামরিক সূত্র অবশ্য এ হামলার বিস্তারিত কিছু জানায়নি।

সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস নামক যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, ইরানপন্থী যোদ্ধাদের অস্ত্রগুদামগুলো লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং হামলার পর সেখানে আগুন ধরে যায়।

এপ্রিল পর্যন্ত বিগত ১২ মাসে ইসরায়েলি হামলায় সিরিযায় অন্তত ৪৪ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছে।

ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে এ ধরণের হামলার বিষয়ে সাধারণত কোন মন্তব্য করে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

 এনবিএস/ওডে/সি

news