ট্রেনে ৪ জনকে গুলি করে হত্যা: ‘মুসলিম টার্গেট’ বললেন ওয়াইসি

ভারতের মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনে জয়পুর থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনে এক আরপিএফ কনস্টেবল তার সিনিয়র সহকর্মী ও তিনজন যাত্রীকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ।

৩১ জুলাই (সোমবার) মাইক্রোব্লগিং সাইট এক্সে ওয়াইসি বলেছেন, ‘এটা সন্ত্রাসী হামলা। এই হামলায় মুসলিমদের টার্গেট করা করছে। ভারতে মুসলিমদের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক বক্তব্য ও এসব বক্তব্যের বিরুদ্ধে মোদি সরকারের উদাসীনতা এধরণের ঘটনার জন্ম দিচ্ছে।’

ওয়াইসি প্রশ্ন করেন, ‘ওই অভিযুক্ত আরপিএফ জওয়ান কি ভবিষ্যতের বিজেপি প্রার্থী? তার জামিনের জন্য কি সরকার চেষ্টা করবে? যখন তিনি জেল থেকে ছাড়া পাবেন তখন কি মালা দিয়ে বরণ করা হবে? আমার ধারণা যদি ভুল প্রমাণিত হয় তবে খুশি হব।’

উল্লেখ্য, সোমবার ভোর পাঁচটার দিকে চলন্ত ট্রেনের দুটি বগি ও খাবার গাড়িতে হামলা চালায় চেতন কুমার। এসময় তার কাছে থাকা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আব্দুল কোয়াদ্রিভাই ‍মুহম্মদ হুসেন ভানপুরওয়ালা( ৪৮), আখতার আব্বাস আলি( ৪৮) ও সাদর মুহম্মদ হুসেন নামে ৩ জনসহ তার সহকর্মী এএসআই টিকা রাম মীনাকে হত্যা করেন।

সোস্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে অভিযুক্ত কনস্টেবল চেতন সিং একটি রক্তাক্ত মরদেহের পাশে দাঁড়িয়ে রয়েছেন। সেই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, পাকিস্তান সে অপারেট হুয়ে হ্যায়, আউর মিডিয়া এহি কভারেজ দিখা রাহি হ্যায়, উনকো সব পাতা চল রহা হ্যায় ইয়ে কেয়া কর রহে হ্যায়, আগর ভোট দেনা হ্যায়, আগর হিন্দুস্তান মে রেহনা হ্যা তো ম্যায় ক্যাহতা হু মোদী আউর যোগী ইয়ে দো হ্যায়, আউর আপকে ঠাকরে…

তবে ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস্। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news