২০২২ সালে যুক্তরাষ্ট্রে আত্মহত্যার রেকর্ড 

সরকারি তথ্য অনুসারে গত বছর আত্মহত্যা করেছে ৪৯ হাজার ৪৪৯ জন। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বৃহস্পতিবার জানিয়েছে, আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আত্মহত্যার বিষয়টি মার্কির্নিদের কাছে খুব সাধারণ হয়ে উঠেছে। 

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২২ সালে আত্মহত্যাকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি আত্মহত্যায় অস্ত্র ব্যবহার করেছেন।

মার্কিনিদের আত্মহত্যা ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্রমাগত বেড়েছে, যখন জাতীয় জন্মহার ১৯৪১ সালের পর সর্বোচ্চ স্তরে পৌঁছায়। সেই বছর প্রায় ৪৮,৩০০ আত্মহত্যার মৃত্যু হয়েছে। বলা যায়, এই আত্মহত্যার হার প্রতি এক লাখ মার্কিনির মধ্যে ১৪.২।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ার বেকেরা এক বিবৃতিতে বলেছেন, ‘১০ মার্কিনির মধ্যে ৯ জন বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে আছে। সিডিসির এই প্রতিবেদন দেখিয়েছে কেন মার্কিনিরা এমনটি মনে করেন।’

২০২২ সালে আত্মহত্যার হার ছিল - প্রতি এক লাখে ১৪ দশমিক ৯ মৃত্যু। এর আগে আত্মহত্যার সর্বোচ্চ হার রেকর্ড করা হয়েছিল ২০১৮ সালে। সে বছর এ সংখ্যা ছিল প্রতি ১ লাখে ১৪ দশমিক ২ মৃত্যু। ২০১৮ সালের তুলনায় ২০২২ সালে যা প্রায় ৫ শতাংশ বেশি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
  

news