ভারতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পারমাণবিক কেন্দ্র চালু

নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম পারমাণবিক প্ল্যান্ট চালু হল ভারতের গুজরাটে। কাকরাপার অ্যাটমিক পাওয়ার প্রোজেক্টটি বৃহস্পতিবার পথ চলা শুরু করেছে। এই পারমাণবিক কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৭০০ মেগাওয়াট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে এই অর্জনের কথা জানিয়েছেন। পাশাপাশি প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

সোশ্যাল মিডিয়া বার্তায় এই পারমাণবিক প্রকল্প চালু প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, 'আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের সর্ববৃহৎ পারমাণবিক প্ল্যান্টের ইউনিট ৩ চালু হয়ে গিয়েছে গুজরাটে। পূর্ণ ক্ষমতাতেই চালু হয়েছে এই প্ল্যান্টটি। এটি ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। আমাদের দেশের যে বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন, তাঁদের অনেক অভিনন্দন।'

কেন্দ্রীয় পারমাণবিক শক্তি মন্ত্রকের অধীনে থাকা সরকারি সংস্থা 'নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড' কাকরাপার অ্যাটমিক পাওয়ার প্রোজেক্ট পরিচালনার দায়িত্বে থাকবে। এই পারমাণবিক প্ল্যান্টের ডিজাইন থেকে শুরু করে নির্মাণ এবং অপারেশনের দায়িত্বও ছিল 'নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড'-এর ওপরেই। এই পারমাণবিক কেন্দ্রে একটি প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর রয়েছে। এবং ২২০ মেগাওয়াট শক্তি সম্পন্ন দু'টি আরও প্ল্যান্ট রয়েছে এই প্রকল্পের অধীনে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news