আর্কটিক সার্কেলে এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করবে ফিনল্যান্ড

আর্কটিক সার্কেলে অবস্থিত রোভানিয়েমি বিমানঘাঁটিতে মার্কিন নির্মিত এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করবে ফিনল্যান্ড। এ বিমানঘাঁটিটি ফিনল্যান্ডের সর্ব-উত্তরের বিমানঘাঁটি এবং এটি স্যান্টাক্লজ এলাকার কাছে অবস্থিত।

ফিনল্যান্ড বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জোহা-পেক্কা কেরানেন জানান, আমেরিকার কাছ থেকে ফিনল্যান্ড ২০২৬ সালে এফ-৩৫ জঙ্গিবিমানের প্রথম চালান পাবে এবং এসব বিমানের একটা বড় অংশ আর্কটিক সার্কেলে মোতায়েন করা হবে। 

২০২১ সালের ডিসেম্বর মাসে হেলসিংকি ঘোষণা করেছিল যে, আমেরিকার কাছ থেকে তারা ৬৩টি এফ-৩৫ জঙ্গিবিমান এবং এসব বিমান এফ/এ-১৮ হর্নেটের স্থলাভিষিক্ত হবে।

সম্প্রতি ফিনল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে। এর আগে কয়েক দশক ধরে দেশটি সামরিক দিক দিয়ে নিরপেক্ষ অবস্থানে ছিল। ইউক্রেনে রাশিয়া বিশেষ অভিযান শুরুর পর চটজলদি ফিনল্যান্ড এবং প্রতিবেশী সুইডেন সামরিক জোটের সদস্য হওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। এসব দেশ রাশিয়ার বিরুদ্ধে জোট বদ্ধ হওয়ার চেষ্টা করছে।

ফিনল্যান্ড যদি রোভানিয়েমি বিমানঘাঁটিতে এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করে তাহলে সেগুলো মূলত রাশিয়ার বিমানের কার্যক্রমে বাধা দেয়ার জন্য ব্যবহার করা হবে। ন্যাটো জোটের নরডিক অঞ্চলের বর্তমান সদস্য নরওয়ের চেয়েও ফিনল্যান্ড হচ্ছে রাশিয়া সীমান্তের কাছে দেশ। বর্তমানে রাশিয়ার বিমান টহল বাধাগ্রস্ত করার ক্ষেত্রে নরওয়ের ইভেনেস বিমানঘাঁটিকে ব্যবহার করা হয়।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news