বেঁচে নেই কেউই! ২২ জন যাত্রী নিয়ে কাল নেপালে ভেঙে পড়েছিল বিমানটি

 ২২ জন নিয়ে ভেঙে পড়া নেপালের সেই বিমানের (Nepal Palne Crash) খোঁজ চলছিল কাল থেকেই। ধৌলগিরি পর্বতে ধাক্কা লেগে ভেঙে পড়েছে বলে খবর ছিল। মিলেছিল ধ্বংসাবশেষ। তার মধ্যে থেকে যাত্রী ও বিমান কর্মীদের খোঁজ চালাচ্ছিল উদ্ধারকারী দল। আশঙ্কা করা হচ্ছিল কেউ আর বেঁচে নেই! আশঙ্কাই সত্যিই হল। সংবাদ মাধ্যম সূত্রের খবর, উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে ২২ জনের একজনও জীবিত নেই।

রবিবার সকালে নেপালের প্রাইভেট এয়ারলাইন্সের ওই বিমানটি ১৯ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছ, সকাল ৯টা ৫৫ নাগাদ হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই থেকে নিখোঁজ ছিল।

সোমবার সকালে নেপাল আর্মি সশরীরে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনাস্থলটি চিহ্নিত করেছে। জানা যায় নেপালের ধৌলগিরি পর্বতের সংলগ্ন এলাকায় মুস্তাং জেলার কোয়াঙ্গ গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়েছে (Nepal Palne Crash)।

খারাপ আবহাওয়া থাকার জন্য তেরাই জঙ্গলের মধ্যে উদ্ধারকার্যে সমস্যা হচ্ছিল। তবে তার মধ্যেই নেপালের তল্লাশি এবং উদ্ধারকারী সেনা দুর্ঘটনাস্থলে পৌঁছে যায়। এদিন সন্ধেবেলা জানা যায়, বিমানে থাকা ২২ জনেরই মৃত্যু হয়েছে। যাত্রীদের মধ্যে ৪ জন ভারতীয় ছিলেন।দ্য ওয়ালের  /এনবিএস/২০২২/একে

news