বয়স্ক মহিলা সেজে মোনালিসার ছবিতে কেক মাখিয়ে দিল দুষ্কৃতী

হুইল চেয়ারে বসে প্যারিসের লুভর মিউজিয়ামে এসেছিলেন এক ‘বৃদ্ধা’। আচমকাই হুইল চেয়ার থেকে লাফিয়ে উঠলেন তিনি। বিখ্যাত মোনালিসার (Monalisa) ছবির ওপরে মাখিয়ে দিলেন কেক। গত রবিবার ওই ঘটনা ঘটে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

একটি সূত্রে জানা যায়, এক ব্যক্তি বৃদ্ধা সেজে মিউজিয়ামে ঢুকেছিল। মোনালিসার (Monalisa) ছবির সামনে সে হুইল চেয়ার থেকে লাফিয়ে ওঠে। শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবিটি বুলেটপ্রুফ কাঁচে ঢাকা আছে। সে কাচ ভাঙার চেষ্টা করে।


এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছবির কাছে এসেই লোকটি হুইলচেয়ার থেকে লাফিয়ে ওঠে। প্রথমে সে ছবির ডিসপ্লে কেসটি ভেঙে ফেলার চেষ্টা করে। কিন্তু সে ভাঙতে পারেনি। পরে সে ক্যানভাসের ওপরে কেক ছূরে দেয়। কাচের প্যানেলের ওপরেও কেক মাখিয়ে দেয়। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। ভিডিও ছবিতে দেখা যায়, ধৃত ব্যক্তি দর্শকদের উদ্দেশে ফরাসি ভাষায় কিছু বলছে। সে বলছিল, “অনেকে পৃথিবী ধ্বংসের চেষ্টা করছে। পৃথিবীর কথা ভাব।”

ওই ব্যক্তি কেন মোনালিসার ছবিতে কেক মাখিয়ে দিয়েছে, জানা যায়নি। কীভাবে সে মিউজিয়ামের মধ্যে কেক নিয়ে ঢুকল, তা নিয়ে তদন্ত চলছে। এর আগেও মোনালিসার ছবি নষ্ট করার চেষ্টা হয়েছে। ১৯৫৬ সালে ছবিতে অ্যাসিড ছোড়ে এক দুষ্কৃতী। ছবিটির নীচের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই মোনালিসার ছবি বুলেটপ্রুফ কাচের আড়ালে রাখা হয়।দ্য ওয়ালের  /এনবিএস/২০২২/একে

news