তুরস্ক গ্রীস ও বুলগেরিয়ায় প্রবল ঝড়-বৃষ্টি, নিহত ৫

মঙ্গলবার এ তিন দেশের ওপর দিয়ে বৃষ্টিসহ প্রবল ঝড় বয়ে যায়। নিহতদের মধ্যে দুইজন অবকাশযাপনকারী। প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে উপদ্রুত এলাকাগুলোতে। বুলগেরিয়া সীমান্তের কাছে তুরস্কের ইয়েলিকায়া প্রদেশে বন্যার পানিতে ভেসে নিখোঁজ রয়েছেন চার জন।

তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলে প্রবল বৃষ্টিতে রাস্তা ও বাড়িঘর প্লাবিত হয়। এ সময় সাবওয়েগুলো বন্ধ করে দেওয়া হয়।

গ্রীসে প্রবল বৃষ্টির সময় দেওয়াল ধসে অন্তত একজন প্রাণ হরিয়েছেন। পুলিশ দেশটির মধ্যাঞ্চলের ভোলোস শহর ও কাছাকাছি পিলন পার্বত্যাঞ্চল এবং অবকাশ দ্বীপ স্কাইথোসে যান চলাচল বন্ধ করে দিয়েছে। সেখানে ৫ জন নিখোঁজ রয়েছেন।

ঝড়-বৃষ্টিতে বুলগেরিয়ার আরাপিয়া সৈকতে ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে দুই মিটার উঁচু জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এতে বাস্তা ও বাড়িঘর প্লাবিত হয়। দেশটির সারেভোর কর্তৃপক্ষ সেখানে জরুরি অবস্থা জারী করেছে এবং লোকদেরকে বাড়ির ওপরের তালায় অবস্থান করতে বলেছে। কারণ  সেখানকার বাড়িঘরে নীচতালায় পানি প্রবেশ করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

news