লস্কর, জৈশকে সাহায্য করছে তালিবান, রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের

তালিবান (Taliban) অতীতে একাধিকবার বলেছে, কাশ্মীরি জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। কিন্তু রাষ্ট্রপুঞ্জের (Taliban) মনিটরিং কমিটি জানাল, অন্তত দু’টি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি রয়েছে আফগানিস্তানে। তারা হল লস্কর ই তৈবা এবং জৈশ ই মহম্মদ। দু’টি গোষ্ঠীই কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্ত।

তালিবানের (Taliban) ওপরে নজর রাখার জন্য বিশেষ মনিটরিং কমিটি গঠন করেছে রাষ্ট্রপুঞ্জ। সম্প্রতি নিরাপত্তা পরিষদে একটি রিপোর্ট পেশ করেছে সেই কমিটি। তাতে বলা হয়েছে, আফগানিস্তানে জৈশের অন্তত আটটি শিবির রয়েছে। তার মধ্যে তিনটি সরাসরি নিয়ন্ত্রণ করে তালিবান। জৈশের শিবিরগুলি রয়েছে নাঙ্গধের প্রদেশে। অন্যদিকে কুনার ও নাঙ্গধেরে রয়েছে লস্করের শিবির।

গত বছর অগাস্টে তালিবান আফগানিস্তানে ক্ষমতায় আসে। তারপরে এই প্রথমবার রিপোর্ট পেশ করল মনিটরিং কমিটি। বর্তমানে কমিটির শীর্ষে আছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী দূত টি এস তিরুমূর্তি।

আফগানিস্তানের বাইরে কাতারের দোহায় রয়েছে তালিবানের রাজনৈতিক অফিস। সেই অফিসের প্রধান সুহেইল শাহিন গত সপ্তাহে ভারতের সংবাদ মাধ্যমকে বলেন, তাঁরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চান। প্রতিবেশী দেশে শান্তিভঙ্গ করে এমন কোনও শক্তিকে তাঁরা আফগানিস্তানে ঘাঁটি বানাতে দেবেন না। কিন্তু মনিটরিং কমিটির রিপোর্টে বলা হয়েছে, লস্কর জঙ্গিরা নিয়মিত তালিবানের থেকে অস্ত্রশস্ত্র পায়। তারা আফগানিস্তানে প্রশিক্ষণও নেয়।

রিপোর্টে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে নাঙ্গধের প্রদেশের হাসকা মিনা জেলায় লস্করের শিবিরে গিয়েছিলেন তালিবান নেতারা। তার আগে গত বছর অক্টোবর মাসে তালিবানের সহকারী অভ্যন্তরীণ মন্ত্রী নুর জলিলের সঙ্গে লস্কর নেতা মাওলাওয়ি আসাদুল্লা বৈঠক করেন।দ্য ওয়ালের  /এনবিএস/২০২২/একে

news