পরমাণু সমঝোতায় অতিরিক্ত দাবি-দাওয়া চাপিয়ে দিতে চায় আমেরিকা’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অতিরিক্ত দাবি-দাওয়া উত্থাপন করে ইরানের পরমাণু সমঝোতা পুনরায় চালু করতে বাধা দিচ্ছে আমেরিকা। বাহরাইন সফররত ল্যাভরভ মঙ্গলবার স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ রাশিদ আলে জিয়ানির সঙ্গে সাক্ষাতের পর একথা জানান।

তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতায় নতুন কয়েকটি ধারা সংযোজন করতে চায় এবং ওয়াশিংটনের এই নীতি-অবস্থানের কারণে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু করা যাচ্ছে না। ল্যাভরভ বলেন, আমেরিকা এমন সময় পরমাণু সমঝোতায় পরিবর্তন আনতে চায় যখন অন্য পক্ষগুলো এটিকে অক্ষত রাখার পক্ষপাতি। ২০১৫ সালে স্বাক্ষরিত সমঝোতাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়ে আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে বলেও এতে পরিবর্তন আনা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশও কোনো ধরনের পরিবর্ধন বা বিয়োজন ছাড়াই পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে চায়।


এদিকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেছেন, ওই সংলাপে এ পর্যন্ত ইরান অনেক ছাড় দিয়েছে এবং বল এখন আমেরিকার কোর্টে রয়েছে। ভিয়েনায় কোনো চুক্তি করতে চাইলে এখন আমেরিকাকে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন। উলিয়ানোভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখতে চায়। কিন্তু ওয়াশিংটনকে ভিয়েনা সংলাপে আরো বেশি গঠনমূলক ও নমনীয় হতে হবে।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর এটির বাস্তবায়ন নিয়ে অচলাবস্থা দেখা দেয়। সে অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য গত প্রায় এক বছর ধরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে। গত ১১ মার্চ থেকে এই সংলাপে অনির্দিষ্টকালের বিরতি চলছে। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news