যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি, সাক্ষাৎ করবেন বাইডেনের সঙ্গে 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে সফরকালে তিনি হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন বলে মার্কিন মিডিয়া রিপোর্ট বলা হয়েছে। 

যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় দেশটির গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলেও যাবেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে আরও মার্কিন সহায়তা পাওয়ার চেষ্টা চালাবেন তিনি। দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে ইউক্রেন সফরকালে দেশটিকে আরও ১ বিলিয়ন মার্কিন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেন।

নতুন এই সহায়তা প্যাকেজের মধ্যে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম ট্যাংক শেলও রয়েছে। যদিও এই ধরনের অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে না বলে আগে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগে গত মাসে ইউক্রেনে আরও ২৪ বিলিয়ন ডলার পাঠানোর জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান বাইডেন।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভলোদিমির জেলেনস্কির বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এই অধিবেশন উপলক্ষ্যে অন্যান্য বিশ্ব নেতা যুক্তরাষ্ট্র যাবেন। তাদের সাথেও বৈঠক করার পরিকল্পনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভলোদিমির জেলেনস্কি শেষবার লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় সরাসরি আলোচনা করেছিলেন। এর আগে তারা মে মাসে জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনের সময়ও তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

news