পোপ ফ্রান্সিসকে পাঠানো বার্তায় কী বললেন ইরানের সর্বোচ্চ নেতা

ভ্যাটিকান সিটি সফররত ইরানের ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোর পরিচালক আয়াতুল্লাহ আলীরেজা আ’রাফি ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর মৌখিক বার্তা পোপকে পৌঁছে দিয়েছেন।

গতকাল (মঙ্গলবার) বিকেলে ভ্যাটিকান সিটিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে আ’রাফি পোপকে বলেন, “আমাদের সর্বোচ্চ নেতা আমার এই সফর সম্পর্কে জানতে পেরে আপনাকে তাঁর সালাম জানিয়েছেন। তিনি ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে আপনার গভীর সম্পর্ক এবং ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় আপনার ভূমিকার ভুয়সী প্রশংসা করেছেন।সেইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, আপনি সারাবিশ্বের নির্যাতিত জনগোষ্ঠী বিশেষ করে ফিলিস্তিন ও ইয়েমেনের জনগণের অধিকার রক্ষায় সচেষ্ট হবেন এবং এই দু’টি বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করবেন।”

ইরানের ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোর পরিচালক আ’রাফি পোপ ফ্রান্সিসকে আরো বলেন, “ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন, ফিলিস্তিনি জনগণ যাতে তাদের হারানো অধিকার ফিরে পেতে পারে সেজন্য সকলের প্রচেষ্টা চালানো উচিত। তিনি আরো মনে করেন, মুসলমান, খ্রিস্টান ও ইহুদি নির্বিশেষে ফিলিস্তিন ভূখণ্ডের মূল অধিবাসীদের অংশগ্রহণে একটি গণভোট আয়োজনের মাধ্যমে ফিলিস্তিনের শাসনক্ষমতা ও ভবিষ্যত নির্ধারণ করা উচিত।”

সাক্ষাতে পোপ ফ্রান্সিস বলেন, “আপনি ইরানের সর্বোচ্চ নেতাসহ সব ধর্মীয় নেতাকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেবেন। ইরানের সর্বোচ্চ নেতা যেসব কথা বলেছেন তার সঙ্গে আমি সহমত পোষণ করছি।” উল্লেখ্য, পোপ ফ্রান্সিসের জন্ম আর্জেন্টিনায় এবং তিনি দীর্ঘদিন বুয়েন্স আয়ার্সের আর্চবিশপ ছিলেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news