গাজায় ইসরায়েলি হামলা তান্ডব অব্যাহত, নিহত ১৪ হাজার ৫৩৬

ফিলিস্তিনের গাজা উপত্যাকায় টানা ইসরায়েলি হামলার বৃহস্পতিবার ৪৯তম দিন। অবিরাম নৃশংস হামলা ও গণহত্যায় বুধবার পর্যন্তু নিহত হয়েছেন অন্তত ১৪ হাজার ৫৩২ জন। যার মধ্যে ৬ হাজারেরও বেশি শিশু এবং ৪ হাজার নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।

নিহতদের মধ্যে ২০৫ জন ডাক্তার ও চিকিৎসাকর্মী, ২৫ জন অসামরিক প্রতিরক্ষী কর্মী এবং ৬৪ জন সাংবাদিক। আর আহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি যার ৭৫ শতাংশেরও বেশি শিশু ও নারী।

ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে ১০২টি সরকারী ভবন, ২৬৬টি স্কুল, ৮৫টি মসজিদ ও তিনটি গীর্জা। এছাড়া ১৭৪টি মসজিদ হামলায় মারাত্মক ক্ষতি হয়েছে।

এ ছাড়া ৪৫ হাজার বসতবাড়ি পুরোপুরি ধ্বংস ও ২ লাখ ৩৩ হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ইসরায়েলি হামলার কারণে ২৬টি হাসপাতাল ও ৫৫টি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়েছে। এ ছাড়া ৫৬টি অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news