নির্বাচনে হস্তক্ষেপ হলে ফলাফল না পাওয়ার ঘোষণা পিপিপি প্রধানের

সোমবার খাইবার পাখতুনখোয়ার নওশেরা জেলায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভূট্টো এক জনসভায় বলেন, ‘আমার কাছে খবর এসেছে যে, পাকিস্তানের একটি জনপ্রিয় দল নির্বাচন সামনে রেখে প্রশাসনের সঙ্গে গোপনে সমঝোতা করতে চাইছে। যদি তেমন হয়, সেক্ষেত্রে নির্বাচনের ফল আগেই নির্ধারিত হয়ে যাবে। পাকিস্তানের জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। নির্বাচন যদি স্বচ্ছ ও সুষ্ঠু না হয়, সেক্ষেত্রে জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে।’

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে ষড়যন্ত্রের আভাস পেয়েছেন বলে জনসভায় জানান দিয়েছেন তিনি। জনসভায় নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি পিপিপি চেয়ারম্যান। ‘জনপ্রিয় দল’ বলতে যে তিনি পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএলএনকে বুঝিয়েছেন, তা স্পষ্ট।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news