ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চললে, হামাসও মানবে: হানিয়া

 ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া বলেছেন, তারা যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন ইসরায়েল এটি মেনে চলবে ততদিন তারা তা মেলে চলবেন।

হামাস নেতা আরও বলেন, ‘মুক্তি, দখলদারিত্বের অবসান ও স্বাধীনতার জন্য গাজার যুদ্ধের হতাহতরা চড়া মূল্য দিচ্ছেন।’

শুক্রবার ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে যুদ্ধ শুক্রবার থেকে সাময়িক বন্ধ রয়েছে। ৭ সপ্তাহব্যাপী যুদ্ধের পর এই প্রথম যুদ্ধবিরতি হলো। তারপর উভয়পক্ষ তাদের হাতে আটক জিম্মি ও বন্দি মুক্তি বিনিময় করছে।

শুক্রবার থেকে বড় ধরণের হামলার কোন ঘটনা হামাস ও ইসরায়েল উভয়েই বিক্ষিপ্ত গুলিবর্ষণসহ যুদ্ধবিরতির লংঘনের অভিযোগ করেছে একে অপরের বিরুদ্ধে।

দুই পক্ষই বলেছে, যুদ্ধের এ বিরতি শেষ হওয়ার পরই তারা আবার লড়াই শুরু করবে।

গত ৭ অক্টোবর হামাস আল-আকসা ফ্লাড অপারেশন নামে এক অতর্কিত অভিযান চালায় ইসরায়েলের অভ্যন্তরে। এতে ১২০০ ইসরায়েলি নিহত হন। সেই থেকে ইসরায়েল গাজায় হামলা চালায় এক টানা ২৩ নভেম্বর পর্যন্তু। এতে নিহত হয়েছেন প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি, যার দুই তৃতীয়াংশই শিশু-নারী। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news