ঝুঁকি এড়াতে আপাতত গাজা সফরে যাচ্ছেন না ইলন মাস্ক

হামাসের আমন্ত্রণে সাড়া দিয়ে মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক বলেছেন এ মুহূর্তে গাজা সফর কিছুটা বিপজ্জনক বলে মনে হয়। তবে আমি বিশ্বাস করি সমৃদ্ধ গাজা গঠন হবে সব পক্ষের জন্য কল্যাণকর। 

দিন কয়েক আগে ইসরায়েল সফরে যান ইলন মাস্ক। সেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। তবে ইলন গাজায় তার কোম্পানি স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যাপারে ইসরায়েলের অনুমোদন পাননি। 

গত মঙ্গলবার হামাসের পলিটব্যুরোর সদস্য এবং শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, “ইসরাইল গাজা উপত্যকার ওপর যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা ইলন মাস্ককে দেখাতে পারলে হামাস খুশি হবে।”

হামাস নেতার এই আমন্ত্রণ প্রসঙ্গে এক্স ব্যবহারকারী এক ব্যক্তি ইলন মাস্কের কাছে জানতে চান- এই আমন্ত্রণে তিনি সাড়া দেবেন কিনা। জবাবে মাস্ক এ মুহূর্তে গাজা সফরে কিছুটা ঝুঁকির কথা উল্লেখ করেন।

গাজা উপত্যকায় ব্যাপকভাবে শিশু হত্যার সমালোচনা করে ইলন মাস্ক সম্প্রতি বলেছেন, ফিলিস্তিনি শিশুদের হত্যার ক্ষোভ ও কষ্ট থেকেই হামাসের জন্ম হয়েছে। 

news