ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

নিহত জেনারেলের নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি। ৪৫ বছর বয়সী এই জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর ১৪তম সেনা কোরের ডেপুটি কমান্ডার ছিলেন। খারকিভ অবলাস্টের ইজিউম এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মস্কোর সেই আগ্রাসনের পর থেকে ইউক্রেনে অন্তত ছয়জন রুশ জেনারেল মারা গেছেন। অবশ্য মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির মৃত্যুর ঘটনা নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও বিবৃতি দেয়নি। রাশিয়া সচরাচর ইউক্রেন যুদ্ধে নিহত জেনারেলদের নিয়ে কখনো কোনো মন্তব্য করে না। 

রেডিও লিবার্টির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মারা গেছেন ২৮ নবেম্বর। রাশিয়া ও ইউক্রেনের কিছু গণমাধ্যমে খবরটি প্রচার করা হয় ২৯ নবেম্বর। গণমাধ্যমে এই জেনারেলের মৃত্যুর খবর ব্যাপকভাবে প্রচার না হলেও তার সামরিক স্কুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রুশ গবেষণা গ্রুপ কনফ্লিক্ট ইনটেলিজেন্স টিমও বিষয়টি নিশ্চিত করেছে। 

রাশিয়ার মিডিয়া ওয়েবসাইট ইমপোর্ট্যান্ট স্টরিজ বলেছে, ইউক্রেন যুদ্ধে মারা যাওয়া জেনারেলদের মধ্যে জাভাদস্কি হলেন সপ্তম। 

news