রুশ প্রেসিডেন্ট পুতিন বিরোধী নাভালনির বিরুদ্ধে আরও মামলা
শুক্রবার ক্রেমলিনের সমালোচক আলেক্সি নাভালনি সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে দায়ের করা নতুন ফৌজদারি মামলার কথা জানান।
৪৭ বছর বয়সী নাভালনি ৩০ বছরেরও বেশি সময় ধরে চরমপন্থা সহ বিভিন্ন অপকর্মের অভিযোগে অভিযুক্ত। বিগত দুই বছরের অধিক সময় ধরে তিনি নির্জন কারাগারে আটক আছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে নাভালনিকে দণ্ডবিধি ২১৪ ধারার অধীনে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে নাভালনি বলেন, ‘তারা প্রতি তিন মাসে আমার বিরুদ্ধে একটি নতুন ফৌজদারি মামলা শুরু করে।’
ইতোমধ্যেই রাশিয়ার পুতিন সরকার নাভালনির রাজনৈতিক আন্দোলনকে বেআইনি ঘোষণা করেছে। আন্দোলনের সাথে জড়িত প্রধান নেতাদের অনেকেই এখন জেলে বা বিদেশে পালিয়ে গেছেন।
গত মাসে, তার তিনজন আইনজীবীকে একটি চরমপন্থী গোষ্ঠীর সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সন্ত্রাসী এবং চরমপন্থীদের তালিকাভুক্ত করা হয়।
নাভালনি ২০২১ সালে জার্মানি থেকে স্বেচ্ছায় রাশিয়ায় ফিরে আসার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হন। ফিরে আসার পরই তাকে গ্রেফতার করা হয়।
ধারনা করা হয়, সাইবেরিয়ায় তাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিলো। তবে ক্রেমলিন এই হত্যা চেষ্টার অভিযোগটি অস্বীকার করেছে।