গাজায় হামলায় হতাহতদের ৭০ শতাংশই শিশু ও নারী

ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। হতাহত ব্যক্তিদের ৭০ শতাংশই নারী ও শিশু। 

যুদ্ধবিরতির পর দুই দিন ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় মোট ১৫ হাজার ২০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় শত শত রোগীকে মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজার অন্তত ১৩০টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়ে। হামলায় গাজার ২০টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী ৩১ জন স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের নামে তাদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় ২৮০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এদিকে হামলায় আহত ব্যক্তিরা পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন।

শুক্রবার রাতভর চার শতাধিক স্থানে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে খান ইউনিস এলাকাও রয়েছে। গত মাসে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি এই এলাকায় আশ্রয় নিয়েছিলেন।

খান ইউনিসের পূর্বাঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিদের রাফাহতে সরে যেতে বলেছেন ইসরায়েলি সেনারা। একটি মানবাধিকার সংস্থা বলছে, এর মাধ্যমে বিপুলসংখ্যক মানুষকে ঘরবাড়ি ছাড়া করতে চাইছে ইসরায়েল।

news